BIDS IT Bangladesh Institute of Development Studies
Show navigation Hide navigation
BIDS
Premier multi-disciplinary autonomous public research organization

শোক সংবাদ

প্রথিতযশা অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলামের প্রয়াণে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি বিআইডিএসের পক্ষ থেকে গভীর সমবেদনা রইল। দেশের অর্থনীতি ও অর্থনীতি গবেষণার সাথে সংশ্লিষ্ট সকলের জন্য এটি একটি অপূরণীয় ক্ষতি।

গতকাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্থানীয় সময় রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অধ্যাপক নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান এবং পাকিস্তান ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিক্সের (পিআইডিই) প্রথম বাঙালি পরিচালক ও আজকের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) প্রথম চেয়ারম্যান।

নুরুল ইসলাম মৃত্যুর আগ পর্যন্ত খাদ্যনীতি বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (ইফপ্রি) ইমেরিটাস ফেলো হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সুদীর্ঘ কর্মজীবনে অধ্যাপক নুরুল ইসলাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) অর্থনীতি ও সামাজিক নীতি বিভাগের সহকারী মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এছাড়াও তিনি ইয়েল, অক্সফোর্ড, কেমব্রিজ এবং লন্ডন স্কুল অব ইকনোমিকসের মতো বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং একাডেমিক পদে দায়িত্ব পালন করেছেন । দেশে-বিদেশে তাঁর ২৫টির বেশি বই প্রকাশিত হয়েছে।  

Back to top